শাসক এবং শাসিত থাকে সব যুগে
শাসক করে ভোগ আর শাসিত যায় ভুগে l
সাহস হয় না কারো যে করবে প্রতিবাদ
যেখানে অবাধ, উল্লসিত অপরাধ l
অপরাধ জানে না সীমা মানে না আইন
প্রতি অপরাধে পায় ছাড়, সুন্দর ! কি ফাইন !
যেখানে নিরাপদ জানি স্থান পৌর স্ট্যান্ড
স্টাফ সকল নানা গাড়ির কিংবা অফিস হ্যান্ড l


পাপের ঘড়া পূর্ণ, যখন বুদ্ধির হয় নাশ
প্রশাসন নির্দায়, বুদ্ধিজীবী শক্তের দাস l
নিরাপদ স্থান নেই কোনো, অফিসেই সঙ্কট
অপরাধীর খোলা ছুট মানুষের  বিপদ l
নেমেছে বিপদ, সম্মান ভূমিতে লুটায়
অনাস্থা প্রশাসনে অরাজকতায় l


**
এক বছর আগে লেখা l রায়গঞ্জ শহরে পৌর বাসস্ট্যান্ডে সংঘটিত একটি অপরাধ এবং তার প্রতিবাদস্বরূপ মানুষের ক্ষোভের প্রকাশ উপলক্ষ্যে l