শঙ্কর পান্ডা, হাতে তার ডান্ডা
ঠক ঠক ঠুকে বলে... চোপ
যতো সব বদমাস, জ্বালিয়েছে হাড়মাস
পড়েছে তাদের ঘাড়ে... কোপ !


কারা যেন গর্জায়, কবিদের তরজায়
পাঠক ভিরমি খায়...  থাম
শব্দের কারিকুরি, অর্থের নাড়িভুঁড়ি
জল হয়ে ঝরে যায়... ঘাম !


ঘামভেজা শরীরে, এখন কি করি রে
তীরে এসে তরী ডুবে... ফের
জঞ্জাল সাফ করে, এ ওর হাত ধরে
ঠিকঠাক হয়ে যায়... বের !


করে সংকল্প, বেশি নয় অল্প
ডান্ডায় দিয়ে যাবে... তেল
ফের যদি নাচে কেউ, সমুদ্রে ওঠে ঢেউ
ভাঙবে মাথায় ঠিক...  বেল !


বেল থেকে পড়ে মনে কবে যেন আনমনে
গুনগুন গেয়েছিল... গান
গান শুনে মুগ্ধ যেন গাভী দুগ্ধ
অকাতরে করেছিল... দান l
529