শালুক ফুলের ভালুক জ্বরে মাধব কেশব মিলে
ভোর না হতেই এসে হাজির ঝিল জলাশয় কূলে
বরষার কালে ফুল ফোটা শুরু থাকে প্রায় ছয় মাস
নিচু জমি যতো জল ধরে রাখে শালুক ফুলের চাষ
প্রাকৃতিকভাবে জন্মায় ফুল লাল টুকটুকে রঙ তার
শাপলার বনে মন ছুটে যায় বিল জলাশয় ধার l
প্রকৃতিপ্রেমিক এসে জোটে কতো সবুজের ঢাকা বিলে
যদিও এখন আধুনিক মন ছাইপাশ যায় গিলে l


শিশুকাল স্মৃতি মন ঘিরে থাকে শাপলা বনের ভ্রমন
দল কলকল জল ছলছল রঙ বাহারের রমন
অতি সম্প্রতি কিছু বাড়ি ঘরে শাপলার চাষ চলে  
মন সন্তোষ প্রকৃতির মাঝে সমতার কথা বলে
বাংলার মাটি অন্তরে খাঁটি বিচিত্রতার বাহার
সুর তাল রঙ রকমারি সঙ জীবন ধারাবাহিকতার l