শহরের রাজপথে শহর জেগে ঘুমায়
পথচলতি মানুষেরা চর্মচক্ষু লুকায় l
সম্ভ্রম লুট হয়, আর্তের ছোটাছুটি
নিষ্প্রাণ জনপদ, বোধহীন, গুটিসুটি l
আইনের শাসন আর নিয়মের বেড়াজাল
মানুষ সন্ত্রস্ত, পাশে দাঁড়ানোই কাল !
পথচারী নিজেকে নিয়ে পালায় নিরাপদে
সবাই একা, শহর শাসন করে যায় শ্বাপদে l
মরুর বালি, সভ্যতার কালি, নগরের পাপ
গণতন্ত্রের অনুশাসন, বন্ধ নিরাপত্তার ঝাঁপ l
আইন তার নিজের পথে, বন্ধ বিচারের চোখ
অন্যায় অবাধ, শহরে অস্তিত্ব হারানোর শোক l
শরীর খায় শরীর, দিনেই নেমে আসে রাত
শতাব্দী এগোয়, আভরণ, আভূষণ পুড়ে খাক্ l