ছোটো বড়ো হেঁটে আসে ওরা সব
বই উৎসবে ঐ শুরু হয় কলরব ।
যেমনটা যার চাই বই পায় হাজারে
সব ছেড়ে বই চায় মন আজ রাজা রে ।
আঁকিবুকি রেখাটানে বইমেলা দেয় ধরা
হাতে বই ব্যাগে বই বইময় এই ধরা ।
যোগাযোগে সময়ের দেয় ধরা যতো মন
সেতু গড়ে বাঁধা পড়ে পাতা জুড়ে কি রতন ।
এগোয় যতো সামনে পানে মানুষ জ্ঞান ও বুদ্ধিতে
বইগুলিতে ধরা থাকে একেবারে নিভৃতে ।  
বইএর মেলা তুলে ধরে পুরনো সব দিনের কথা
কোথায় হাসি কান্না কোথায় যতো মনের মর্মব্যথা ।