আলো আঁধার জীবনের রঙ অবিচল নিরাকার
আগুন ও জল টেনে চলে সৃষ্টিটা ক্ষুরধার
রাতের আঁধার শুনশান চারধার প্রকৃতি যে ঘুমোয়
দিনের প্রকাশ জগৎ জীবন আলোময় গতিময়
ঘুমোয় কি সব চলে কতো রকম আনাগোনা
সৃষ্টিজগত কাজ করে যায় অবিরাম জাল বোনা
জগত সচল ছুটে ছুটে চলে ঋতু ধরে
কিবা তার দিন কিবা রাত শুঁয়োপোকা রূপ ধরে l


এই যে ভুবন কর্মজগত তাপদাহে প্রান যায়
বর্ষন ধারা ঝর ঝর ক্লান্ত হৃদয় জুড়ায়
তাপ জল যেন প্রকৃতির ছল তাই নিয়ে প্রান বাঁচে
আঁধার রাতের নিঝুম বেলায় শুঁয়োপোকা ধাঁচে
আগুন খেলা সোনার ভেলা বিশ্বভুবন রাঙায়
কিছু কাজে কিছু সাজে বাকি সব যে ঘুমায় l