সরকারের বিরোধিতা করা আমার ধর্ম
সরকার ভালো করলো, খারাপ করলো
তা দেখা আমার কাজ নয় l
সরকার যাই করুন, আমাকে বিরোধিতা করতে হবে, ব্যস l
আন্দোলনে আন্দোলনে সরকারকে ব্যতিব্যস্ত করে তোলা
জনজীবন অতিষ্ঠ করে তোলা
'এই সরকার জনবিরোধী' আওয়াজ তুলে
মানুষের সাধারণ বাঁচাকে বিব্রত করে তোলা
আমাদের ধর্ম l


আমি সরকারপক্ষ
বিরোধীপক্ষ প্রতিক্রিয়াশীল, দেশের শত্রু
আমি এটুকুই জানি l
দেশে যা কিছু ভালো কাজ তার কৃতিত্ব সরকারের l
সরকার যদি খারাপ কিছুও করে থাকে
তাকে ভালো প্রমাণ করে ছাড়বো l
এত বুদ্ধিজীবী পুষছি, এতো পুরষ্কার, সম্বর্ধনা
সে সকল কাজে আসবে কবে ?
বিরোধীরা যদি ভালো কিছু বলে, ভালো কাজে সাথে থাকতে চায়, খবরদার, বিরোধী মানেই শত্রু l


এদেশের গণতন্ত্র আটকে আছে এই গেরোয় l
জলে নামলে কুমীর খায়
ডাঙায় উঠলে বাঘে
এখন জনগন ঠিক করো
কার পেটে যাবে আগে ?