ক্লান্তি ঝেড়ে শান্তমনে জাগি নতুন প্রাতে
শিউলি ফুলের গন্ধে ভরা শারদ সুপ্রভাতে ।
রঙ মেখেছে ধূলিকণা গাছের যতো শাখা
এই ভুবনে সকলখানে মায়ের আসন পাতা ।
আগমনী গান ভেসেছে আকাশ বাতাস কোণে
ভক্তজনে সঙ্গোপনে শোনে আপন মনে ।


কাশফুলে ঐ মাঠ ভরেছে দিচ্ছে শরৎ ডাক
আবাল বৃদ্ধ বনিতা সব হচ্ছে পুড়ে খাক ।
এ পোড়া যে শরৎ পোড়া রঙ লেগেছে মনে
মন্দিরে ঐ উড়ছে কেতন খুশি কুটির কোণে ।
ছোট্ট খুকি দিয়েছে ছুট মূর্তি গড়া দেখে
দেবালয়ে কুমোর হাতে দেবতা রঙ মাখে ।


নীল আকাশে শামিয়ানায় সাজছে ভুবনতল
নতুন বসন নেইকো শাসন আনন্দ উচ্ছ্বল ।