শরৎকালে ভরতবাবু মাঠ থেকে ধান নিয়ে
সোজা এলেন ঘরেতে তার জলকাদা পথ দিয়ে l


শরৎ রানী সেজে তখন শিউলি ফুলে ঘাসে
পূজোর আমেজ হাওয়ায় খেলে রঙে রূপে হাসে l


বর্ষা শেষে ধোয়া আকাশ আলো ছায়ার খেলা
নদীতীরে কাশফুল সব ফুটে আছে মেলা l


গ্রীষ্ম গেছে বর্ষা গেছে শরৎ আগমনে
প্রকৃতি মা সেজে ওঠে অমল ধবল ধনে l


ঝলমলে রোদ চাঁদের কিরণ যাত্রা কবিগানে
ময়না দোয়েল কোয়েল শ্যামা শরৎ অভিধানে l


ভরতবাবুর শরৎকালে গোলা ভরা ধানে
অনেক পূজো এই ঋতুতে খুশি আনে প্রাণে l