(কিছু বেসরকারী হাসপাতালে সাম্প্রতিক চিকিৎসা বিভ্রাটের ঘটনাকে স্মরণে রেখে)


শুনতে পেলাম বেড়াতে গিয়ে -
ব্যস্ত তোমরা চিকিৎসা নিয়ে ?
প্যাপেলোতে ডাক্তার পেলে ?
জানতে চাও কেমন চিকিৎসা মেলে ?
মন্দ নয় সে ব্যবস্থা ভালো
যত পারো টাকা ঢালো ;
তার উপরে বিলের ধরন
অনেকটা সুদ কষার মতন ;
স্টার তকমা ? বলছি মশাই -
ফাইভ স্টার এই ব্যবসায় !
উনিশটি বার ভুল চিকিৎসে
রুগী মেরে থামল শেষে l
চিকিৎসা খরচ ? তেমন নয় -
দৈনিক লক্ষ টাকায় হয় l
মানুষ তো নয় লোকগুলো তার -
টাকা হাতানোর হাতিয়ার ;
আর একটি তার ভুয়ো বিলে,
ধরা পড়েছেন যাবেন জেলে l
ছোট কর্মীরাও সঙ্গত যোগায়
'শ পঞ্চাশ তারাও পায় l
রুগীরা তো কেবল ভোগে
জানা অজানা আজব রোগে l
কিন্তু তাদের উচ্চ দর,
কয়েক লক্ষ বিলের বহর !
একই নামে ব্যাঙ্গালোরের
কে যেন হয় হাসপাতালের l -
যাহোক, এবার হাসপাতালে,
এমন কি আর মন্দ পেলে ?


(সুকুমার রায় রচিত "সৎপাত্র" অনুকরণে)