পথ হেঁটেছি হাজার বছর পূর্ব থেকে পশ্চিম
দূর দিগন্ত নীল নীলিমায় যুগ কেটেছে রক্তিম


যুদ্ধ দেখি শুরু থেকে ইতিহাসের পাতায়
কতো কতো মহাকাব্য নানা গল্পে মাতায়


একটা ভীষণ লড়াই হলো স্বপ্নে দেখা সত্যি
হারলো কে আর জিতলো কে যে বুঝি নি এক রত্তি


অনেক পেয়েও মুখ ফেরালো মানুষ এমন পাজি
ফানুস ওড়ায় শুধু যারা তাঁরাই হলেন কাজী l


কি পেয়েছে কি হারালো হিসাব চলে নিত্য
কোনটা যে তার বাহির পাওয়া কোনটা আসল বিত্ত


রাজার নীতি নীতির রাজা অনেক চৰ্চা শেষে
ব্যাখ্যা চলে ঘটমানের আপন আপন দেশে


হারের মধ্যে জয় দেখে কেউ জয়ের মধ্যে হার  
যে যার মতো বুঝে নিলেন সত্য সমাচার