মেঘের কোলে জমা রোদ
মেঘকে খায় গিলে
পূর্ন থেকে শূন্য হওয়ার
হিসাবটা যায় মিলে l


শূন্য থেকে যাত্রা শুরু
অনেক বিকাশ শেষে
মহাশূন্যে শেষ সে যাত্রা
মেলায় অবশেষে l


আঁধার আলো সাদা কালো
জীবন থাকে ঘিরে
যাত্রাপথের মধ্যিখানে
লক্ষ মানিক হীরে l