রোদ জ্বল জ্বল সকাল বেলায় হঠাৎ আকাশ কালো
ঝম ঝম ঝম বৃষ্টি ধারায় নিভলো দিনের আলো l  
বৃষ্টি ধারায় বিশাল ফোঁটায় ঝম ঝমা ঝম ঝম
ভিজলো সকল দর্শনার্থী ভিজে আলুর দম l
বৃষ্টিভয়ে পুজোর জোগাড় সাবধানে পা ফেলে
এটা হয় তো ওটা হয় না নাকাল সকল ছেলে l
যাহোক কোনো রকম করে জোগাড় একটা হলো
ষষ্ঠী থেকে আকাশ যেন হাসিতে চমকালো l
কিন্তু এ সপ্তমীর দিনে আবার হলো কি
পুজো এখন সবে শুরু ভুললে চলবে কি ?
এতো এতো আয়োজনের হবে দফা রফা
বৃষ্টি যদি এমনধারা পড়ে কয়েক দফা l
নতুন নতুন পোশাক পড়ে পুজোর সাজে সেজে
চলছে মানুষ পুজোর পথে উৎসাহে সতেজে l
ঘুরে ঘুরে দেখছে ঠাকুর পথে পথে কতো
খাচ্ছে পথে দোকান পেয়ে নিজের ইচ্ছেমতো l
এসব কিছুই পন্ড হবে অকালবৃষ্টি হলে
বৃষ্টি রে তুই যা না বাড়ি আসিস বর্ষা এলে l
বর্ষাকালে মাঠ ভিজাবি ফলবে নতুন ধান
কথা দিলাম তোকে নিয়ে লিখবো নতুন গান l