(সাংবাদিক, অধ্যাপক অনুজ বন্ধু সুকুমার বাড়ইকে মনে রেখে)


সত্যি কি হয় তাই
এই ছেলেটি কলেজে পড়ায় !


কখনো দেখি ক্যামেরা নিয়ে বনে ঝোপে ঝাড়ে
কখনো নদীর পারে
আবার কখনো নায়িকা সঙ্গে হলুদ সবুজ মাঠে
সারাটা দিন কাটে
কখনো দেয় কলম নিয়ে অনুষ্ঠানে হানা
খোল নোলচে বাইরে আনে অবাক জগতখানা !
লেখকগোষ্ঠী করে তৈরি পাড়ায় পাড়ায় ঢুকে
'পাড়াপড়শি' ফিচার লেখায় "আমার শহর" বুকে
পতিত জমি খনন করে বাইরে আনে লেখা
দ্বিতীয় ইনিংস খেলে কেউ বা
অনেক নতুন শেখা l


এরই মাঝে ঘর সামলায় নিপুণ হাতের টানে
দুই কন্যা নিয়ে ছোটে এদিক ওদিক পানে
কখনো তাদের স্কুলে যায় কখনো ট্যুশন কাজে
ব্যাগ ভর্তি বাজার নিয়ে হাজির সকাল সাঁঝে
ঘরণী নিয়ে শপিং চলে যখন যেমন লাগে
দিন দুনিয়া যেখানে যাক সংসারটা আগে l


এই ছেলেটা কখনো ফের বিদেশে দেয় পাড়ি
সেমিনারে পেপার পড়ে গবেষনার সারি
সূতিকাগারে পালন করে ভাষাশহীদ দিবস
ইতিহাসের গভীর থেকে বাইরে আনে রস
অনন্ত তার ক্ষুধা
চোখের আড়াল বিষয় নিয়ে করে মুসাবিদা
প্রকাশ করে আসল
সুড়সুড়িয়ে গর্তে ঢোকে চিরাচরিত গরল l


ছুটে চলা নিয়তি তার এবং নিজ কর্ম
হাসিমুখে কাজ করে যায় যদিও গলদঘর্ম
প্রকৃতিমাঝে মিশে গিয়ে শিশুর মতো নাচে
শত দুঃখ সহন করেও পরমানন্দে বাঁচে
নতুন ধারা নিয়ে আসে সংবাদের পাতায়
হাঁটে এবং হাঁটায়
খাটে এবং খাটায়
বস্তুনিষ্ঠ মন ছুটে যায় ঘোর ঘনঘটায় l


এতটা সময় ব্যয় করে সে মনের খোরাক পেতে
দিনে এবং রেতে
মানবস্রোতে মিশে গিয়েও নিজস্বতা পেতে l


সুকুমার - অর্থ হলো একা নয় সে দল
সদাই কোলাহল
নানা জনে নানা মনে অসম বয়সী মিলন
সৃজনকাজে ব্যস্ত সবাই ত্রস্ত সবার মনন
বন্ধু স্বজন পাড়া পরিজন সবার সাথে সখ্য
জন্মভিটে কর্মভূমি আগলে রাখে যক্ষ
রাখঢাক নেই খোলা কথা ভালো থাকাই লক্ষ্য l


তাই তো বলি ভাই
সত্যি কি হয় তাই !
এমন ব্যস্ত ছেলে
আবার কলেজে পড়ায় !!