বিছানাতে শুয়ে থাকে বেলা বেড়ে দুপুর
দু-কান ধরে মাতা শেষে সোজা পানা পুকুর
রবিবারে ছুটি বলে সারাদিন বিছানায়
কতো কাজ যে আছে পড়ে তার কোনো দিশা নাই ?
সারা শরীর ঘষে মেজে একেবারে চকচক  
খিদে-পেটটা জ্বলছে ভীষণ জিভের ডগা লক লক l
রবিবারে স্পেশাল খাবার গন্ধে জুড়ায় প্রাণটা
মাংস মিষ্টি দই ও ভাতে খাবার শেষে পান টা l


কিন্তু সুখের এটাই ইতি এবার তো নাই মুক্তি
সোজা ধরে পড়ার টেবিল মা শোনে না যুক্তি l
সারা সকাল ঘুমাও যেমন দুপুর বিকাল পড়ো
হোমওয়ার্ক যে জমে আছে পড়ে খালাস করো l
তাই তো খোকন পড়তে বসে যুগাতিযুগ ধরে
যতো বিষয় কলা বিজ্ঞান একটা একটা করে l
সকল শিশু করছে পড়া শিশুকালটা ভুলে
কঠিন কঠিন বিষয়গুলো খাচ্ছে পুরো গুলে l


ছোট্ট শিশুর মাথার ভিতর কতো জ্ঞান যে ঢোকে
অনেক অনেক বইগুলি সব নানা মাপের খোপে
অনু এবং পরমাণু ছোট্ট মাথায় জ্বলে
সপ্তাহান্তে তাই তো খোকন ঘুমে পড়ে ঢলে