শান্তি সবার কাম্য এত
এবং নিরাপত্তা
অন্যায় মুখ বুজে সয়
চোখেতে নেয় পাট্টা l


নীতি আদর্শ বই এ থাকে
চর্চাও চলে মঞ্চে
জীবন যাপন করার কালে
ব্যবহার তার কমছে l


শিক্ষক থেকে দীক্ষাগুরু
আদর্শটা শিখিয়ে
বাঁচার মন্ত্র সেটাও শেখান
চলো গা বাঁচিয়ে l


দিন দুনিয়ার মালিক যিনি
পাহাড় এবং মর্ত্য
আকাশ নদী সাগর যত
সব মানে তার শর্ত l


এক সৃষ্টি মানুষ থাকে
নিয়মছাড়া কাজ তার
নিজেই মারে নিজেই মরে
সিংহাসন, ফুটপাথ তার l


শান্তি সবার কাম্য এত
এবং নিরাপত্তা
মরে, তবু বাঁচার আশায়
হারায় নিজ সত্তা।


** নব সাহিত্য কমল ৭ম বর্ষ শারদীয়া জুলাই-সেপ্টেম্বর ১৪২৬ - ২০১৯ এ প্রকাশিত