বাবা তার দিয়ে গেলো খাবারের নেশা
পটলের সেই থেকে খাওয়াটাই পেশা ।
চর্ব্য বা চোষ্য কিছুতেই না নেই
খেয়ে খেয়ে পেট ফোলে তবু তার রা নেই ।
পেয় চলে অবিরাম গরম কি ঠান্ডা
খেয়েছে সে বার কয় পুলিশের ডান্ডা ।
সব খাওয়া প্রিয় তার মেনুকার্ড দেখা চাই
মিলিয়ে মিলিয়ে দেখে সব তার পাওয়া চাই ।


চাটনিটা প্রিয় তার ভোজনের অন্তে
খুঁটে সার করে বার কাঠি দিয়ে দন্তে ।
ভোজ তার প্রিয় অতি বিয়ে কিবা শ্রাদ্ধ
নাকে খায় মুখে খায় খাবারের বাধ্য ।
খোঁজ নেয় দুইবেলা নতুন কে মরলো
কার বাড়ি মুখে ভাত কে বা বিয়ে করলো ।
পুজো আর পার্বণে খাই দাই পায় রে
বারো মাসে তেরো খাই সুখে দিন যায় রে ।


কিছু লোকে রোগে ভুগে খাবারটা ছোঁয় না
সুগারের রুগী তাঁরা ঠিকমতো শোয় না ।
পৃথিবীতে এরকম আছে যাঁরা জ্যান্ত
পটলের ইচ্ছেটা হোক তাঁরা শান্ত ।
খাবারের শত্তুর - খায় না, খাওয়ায় না
মিঠে তেতো নোনতার গানটা গাওয়ায় না ।


মিঠে তেতো নোনতা খাবারের ধিন তা
কেটে যাক দিন টা ভালো থাক মন টা ।
পেটে পড়ে অন্ন.... জীবনটা ধন্য ।