ভেবে ভেবে পাই না দিশা করি এখন কি
একুশ দিনে বন্দী ঘরে হলাম বাড়ির ঝি l
বাইরে গেলে পুলিশ ঠ্যাঙায় ঘরে পেটায় বউ
অভিজ্ঞতা ছাড়া কি আর বুঝবে ব্যথা কেউ ?
মারের থেকে বাঁচতে হলে সকল কথায় হাঁ
যা বলে তা করে চলি ওজর করি না l
বাসন মাজি কাপড় কাঁচি সকাল সন্ধ্যা চা
মিষ্টি মিষ্টি কথা বলি রামগরুড়ের ছা l
নিজের কথা গেছে কমে যা বলে তা শুনি
উত্তরটা ইশারায় দেই সদাই প্রমাদ গুনি l
রাগ হলেও চেপে রাখি নিজের মধ্যে পুরো
অনিচ্ছাতেও সহমতের চড়ি পাহাড়চূড়ো l
তার অপ্রিয় বিষয় যেটা সিলেবাসের বাহির
টিভি দেখি তার খুশিতে করি না মত জাহির l
কারণে ও অকারণে তার প্রশংসা করি
শেষ অস্ত্র নির্বিকল্প সমাধি ভাণ ধরি l