(বন্ধু আবৃত্তিকার শুভব্রত লাহিড়ীকে মনে রেখে)


সেই ছেলেটা রোগাপটকা ছড়া পড়তো জবর
কথায় কাজে সকাল সাঁঝে পেতাম যে তার খবর l
স্কুল কলেজ পাড়ার স্টেজে শুভব্রত স্বর
বিশ্ববিদ্যালয় কনভোকেসন অনিন্দ্য ভাস্বর l
রোগাপটকা উস্কোখুস্কো লম্বাপানা ছেলে
কালের হাতে সেজে উঠে নধর দেহ পেলে l
আর সাথে লেখালেখি কবিতা ছড়া কতো
গল্প চলে সমানতালে অভিনয় মনমতো l
শিল্পী হলে একটু নাকি প্রেম কলাটা আসে
অনেকটা দিন কেটেছে তার যাকে ভালোবেসে
তাকে নিয়ে ঘর বেঁধেছে উকিলপাড়ার কোণে
পুত্রকন্যার পিতা হয়ে আবদারটা শোনে l
শিক্ষকতা পেশা পেয়েও মনের খোরাক পেতে
'কণ্ঠস্বর' তৈরি করে যান সেটাতে মেতে l  
দশক দশক তিন দশক কতো ছাত্র তাঁর
জেলা এবং রাজ্য দেখে আবৃত্তির ধার l


অভিজ্ঞানে খবর টানে পদ্য ছড়া জমে
সেই ছেলেটা এই ছেলেটা ভরাট সুর ও দমে l


##
শুভব্রত লাহিড়ীর কিছু আবৃত্তির ইউটিউব লিঙ্ক


নির্ঝরের স্বপ্নভঙ্গ : রবীন্দ্রনাথ ঠাকুর


https://youtu.be/E5ACTmVZEIQ


পরিচয় : রবীন্দ্রনাথ ঠাকুর


https://youtu.be/4ONMSHrgcYg


তালগাছ : রবীন্দ্রনাথ ঠাকুর


https://youtu.be/OKJohqKfe40


কলকাতার যীশু : নীরেন্দ্রনাথ চক্রবর্তী


https://youtu.be/Lh3DbtC1XEo


জাল : যাদব চৌধুরী


https://youtu.be/vlFP9A4AiN0