দিগন্ত জুড়ে শুধু চাওয়া
চাওয়া এবং পাওয়া না পাওয়া
পাবো কি পাবো না জানি না তো
সকলেই চায় ইচ্ছেমতো
কতোটা তার প্রয়োজন বিষয় তা নয়
যিনি দিবেন দেখো তাঁর সন্তোষ কিসে হয়
যদি তিনি হন খুশি নাও যতো খুশি
বলো কি চাই
অভাব কিছু নাই
তাঁকে অসুখী করে আছো জেদ ধরে
চাইছ যা,  হতে পারে তা বিশেষ প্রয়োজন
কিন্তু মনে যেখানে অসন্তোষ
সেখানে কোথায় অর্থের আয়োজন ?
সেখানে চৌত্রিশ বছরের পালাগান
অভাবের মড়কের ভরা বান l
পাশে আছেন যাঁরা
বিশেষ অপ্রিয় তাঁরা
বেড়ে যায় অসন্তোষের পারদ l
দাবি নিয়ে যাও লড়ে
জানো না গনতন্ত্র এখন গারদ !