ভাবছে বসে বুলু
ডাক নাম তার ভুলু
ভুলে যায় সে অনেক কথা
ভীষণ প্রয়োজনের
শান্তি কিংবা রণের ।
আবার কিছু কথার কথা
মাথায় খালি ঘোরে
ভাবনাগুলো খেলে শুধু
অন্দরে অন্দরে ।
ভেবে ভেবে পায় না তো সে
কোনো সদুত্তর
নাই কি তার উত্তর ?


একটা লোক তার চেনা
বহু জানাশোনা
দিবারাত্র তাকে দেখে
দু হাতে সে লুটে
খায় চেটেপুটে
তবু খবর ছাপে
বহুত বড়ো মাপে
পেপার এবং টেলিভিশন
ফেমাস বানায় তাঁকে
কতো কতো বই লেখা হয়
তাঁর নামের হাঁকে ।


বুলু ভাবে বসে
বুদ্ধি ভীষণ কষে
তাহলে কি ফেমাস যাঁরা
যুগ যুগান্ত ধরে
তাঁরাও কি সব
এত এত খেতাব পেলেন
একে তাকে ধরে ?