পথঘাট নির্জন
ঠাই ঐ তিনজন
ঘরে নয় বিদেশে
বন নদী প্রদেশে
গেছে তারা পাহাড়ে
মনে সুখ বাহারে
তোলে ছবি এন্তার
বাংলোটা সেন্টার
জলঢাকা নদীতে
বউ ছেলেপুলেতে
মনখুশি নদীস্নান
চশমা টা বে নিশান
সেটা কতো খুঁজল
আবারো তো ভিজল
শেষে তা পেলো কে ?
দর্শনে ভালো যে ।
রোদছায়া রাস্তায়
সুস্বাদু নাস্তায়
তিনজন ভাবে কি ?
বাড়ি ফিরে যাবে কি ?
গাছ গাছ শুধু গাছ
ভরা শুধু জঙ্গল
প্রথমে তো ভালো লাগে
পরে শুরু দঙ্গল
দঙ্গল করে কে ?
মেয়েগুলো আর কে ?
সাথ দেয় মা যে তার
মার্কেট দাবি যার  
চলো চলো বাজারে
কিনি শত হাজারে
টাকাগুলো উড়ে যায়
তিনজন রাস্তায় ।