আজ দুপুরে শিয়ালমণি
চড়ুইভাতির দলে
রবিবারের বারের বেলায়
সবাই সদলবলে ।


বনের মাঝে নদীর ধারে
সর্ষে ক্ষেতের বাহার
আলো আকাশ শুদ্ধ বাতাস
মনে খুশির পাহাড় ।


তারই মাঝে আসর বসে
পদ্য ছড়া গানে
নতুন কিছু লেখা আসে
চড়ুইভাতির দানে ।


খানাপিনা নাচের সঙ্গে
ছবি তোলার ঝড়ে  
প্রচুর প্রচুর প্রচুর গানে
শব্দদানোর ঘরে ।


বনের পাখি তরুলতা
হচ্ছে বড়ো কাহিল
দূষণে আর তান্ডবেতে,  
মানুষ বড়ো জাহিল ।


খুশি কেবল সারমেয়
পাচ্ছে প্রচুর খাবার
আসছে ছুটে দলে দলে
সব উচ্ছিষ্ট সাবাড় ।