আজ সকালে বাজার গিয়ে সব্জি কিনতে হলাম ইয়ে
যা কিনি তা দ্বিগুন দামে কখনো তিন গুণ,  
এই সময়ে প্রতি বছর আলু পটল কপি এঁচোড়
সস্তা কিনি মনে পড়ে এবারই আগুন i


পকেট ফাঁকা হলো পুরো ব্যাগে তবু অনেক গেরো
মাছের বেলায় শরণ নিলাম চিরাচরিত ধারের,  
নুন আনতে পান্তা ফুরোয় খানিক হাঁপাই খানিক জিরোয়
সবুর করে বসে থাকি মাসিক বেতনবারের l


বেতন দিনে পেলাম যেটা সারাটা মাস খেলাম খোঁটা
এটা আনো সেটা আনো শুধুই যে ফরমায়েশ
ছেলে গিন্নি ছোট তিন্নি বাবা মায়ের পূজার সিন্নি
জোগাড় দিতে হাপিয়ে উঠি না দিলে বদমায়েশ l


বিষাদমনে ভাবি খানিক কোথায় গেলো শিশুমানিক
খাওয়া পড়া মাঠে খেলার উদ্দামতার দিন
এখন শুধু কলম পিষি বোঝা বহন অহর্নিশি
দিনে দিনে প্রতিদিনে প্রতি ক্ষণে ক্ষীণ l