ছোট্ট খোকা চেয়ে থাকে
নীল আকাশে দূরের পানে
দূর নীলাকাশ যায় না ছোঁয়া
সব লোকে তো সেটাই মানে l


বসে ছোটো ঘরের কোণে
খোকা ভাবে আপন মনে
সূর্য মামা চাঁদা মামা
যত আকাশে তারার দল
সব যে থাকে ঐ গগনে
পৃথিবীটা একাই কেবল ?


কেন খলোক যায় না ছোঁয়া
যদি যায় রকেট গতি ?
বড় মাঠটার ওইতো শেষে
নীল নেমেছে মাটির প্রতি l


চার দিকেতে যায়তো দেখা
এক দিকেতে গেলেই হল
পুলিশ মামা দিলে তাড়া
অম্বর হবে হাতে পাড়া l


আকাশ ছোঁয়া সম্ভব বলো !