বাঁচছি সবাই বেঁচেই আছি এই বাঁচাকে বাঁচা বলে ?
বাঁচার মজা তখন আসে পরশ যখন তেমন খেলে
জীবন চলে নিজের তালে মনের খোরাক পায় না দাম
সকাল সন্ধ্যে ছুটে চলা ফেলেই চলা মাথার ঘাম
জোগাড়যন্ত্র হরেকরকম একেকজনের নানান দাবি
দাবিপূরণ কলে পড়ে সকালসন্ধ্যে খাচ্ছি খাবি
গুণগুণ সুর বেজে চলে কানে মনটা নেশায় পাগল  
একটু পরশ একটু ছোঁয়া একটু খোলো গো আগল l


নাজেহাল মন খেটে খেটে সারা বিকল ধকল পারা
সুর তাল রঙ প্রকৃতির সঙ কতোরূপে দেয় ধরা
কিছু তার এসে কিছু ভালোবেসে গুণগুণ গায় গান
খুশি ফুটে ওঠে মন যায় ছুটে পতঙ্গভুক এই প্রাণ
গুণগুণ সুরে মন যায় উড়ে চেয়ে ওঠে যতো ফুল
পরশটা তার বড়ো দরকার জেগে ওঠে নাভিমূল l