ঠা ঠা রোদে ভর দুপুরে চলছে পথিক চলছে
ভীষণ গরম জীবন মরণ জ্বলছে পথিক জ্বলছে l
পথের ধারে নদীর পারে বটের ছায়ার তলে
গ্রামের ছেলে মেয়েরা সব মাতে খেলার ছলে l
ভিজে ঘামে পথিক থামে শীতল গাছের তল
মৃদু হাওয়া বিরল পাওয়া শ্রান্তি গলে জল l
ইচ্ছে করে ওদের সাথে খেলায় অংশ নিতে
বয়স ভুলে ভোলবদলে আনন্দ নেন জিতে l
কোথায় গেলো কাজের বোঝা কোথায় যাবার টান
আত্মভোলা পথিক খেলে ছেলেবেলার গান l
দূর আকাশে ডুবলো কিরণ শশীর উদয়কালে
পথিক ছোটে পথের টানে কর্তব্যের জালে l