১. বৃক্ষ লতা


সৃষ্টি আদি বৃক্ষ লতা
সৃষ্টি আদি নারী মাতা,
সকল সৃষ্টি আছে জুড়ে
বৃক্ষ লতা মায়ের সুরে l


এই পৃথিবী সসাগরা
যদি গো হয় মাতৃহারা,
বৃক্ষ নিধন প্রতি পলে
ধ্বংস-লীলার আগুন জ্বলে l


সৃষ্টি আদি অসীম ঋণে
যাচ্ছি জুড়ে দিনে দিনে,
ঋণ অস্বীকার ধ্বংস আনে
ধ্বংস জাতি মানে প্রাণে l


বৃক্ষ আরো আরো লতা
জগৎ জুড়ে জগন্মাতা,
ভালোবাসা স্নেহ আদর
পরিবারে মাতৃ-চাদর l


পরিবেশে বৃক্ষ যেমন
যেমন প্রতি কচি লতা,
পরিবারে তেমন যেন
প্রতি কন্যা প্রতি মাতা l
1320


২. বৃক্ষরোপণ


মংলুর ছেলে জংলু গেল বনে
কাটলো যে কতো গাছ অকারণে
এখন বুঝছে ঠেলা
খরায় ক্ষতি মেলা
মংলু জংলু গাছ লাগায় এক সনে l


বনের ধারে বাস করে যে
বনকে ধারণ করে নিজে
তার প্রাণের টানে
যেই বৃষ্টি নামে  
বন জুড়ে যায় চারা পুঁতে l


গাছ দল ফিরে আনে ছায়া
আর আনে জলধর কায়া
মাঠ জুড়ে জল
ক্ষেত ভরে ফল
আর বাঁচে কিষাণের হায়া l


** আলো শ্রাবণ ১৪২৫, আগস্ট, ২০১৮ তে প্রকাশিত, পৃষ্ঠা - ৪০