ভালো এক ছেলে
সব কাজ ফেলে
শুধু যায় পড়ে  


তার এক ভাই
পড়াশুনা নাই
সারাদিন ঘোরে


ভালো ছেলে পাশ হয়
বছর বছর
আর পায় পাতা জুড়ে
খালি নম্বর


তার ভাই লাজ নাই
খালি ফেল যায়
পড়া ছাড়া সব পারে
দিন দুনিয়ায় l


ভালো ছেলে কাজ নিয়ে
বিদেশের বাসী
আয় রাশি রাশি
সময়টা হাতে কিছু কম
মা বাবা ডাক দিলে
ব্যস্ততা তার হরদম l


খড়কুটো কুটিয়ে
কাজ কিছু জুটিয়ে
দিনপাত করে ভাই


বিপদের দিনে
ভালো ছেলে বিনে
বাবা মা হন অসহায়


বাজে ছেলে লড়ে যায়
যা হোক করে উপায়
মা বাবা ফিরে পান প্রাণ
মুখে তবু এক নাম
ভালো ছেলে জয়গান l


মাথা উঁচু হয় তার নামে
বিদেশবাসী যে ছেলে
থাকো সুখে অবহেলে !

খড়কুটো এক করে যে
দিন রাত লড়ে যায় সে
গঞ্জনা ভর্ত্সনা তার বেলা বাঁধা
ডাকলেই কাছে আসে অনুগত গাধা l


বাজে ছেলে দিনশেষে খোঁজ নিয়ে যায়
নুন ভাত শাক পাতা এনে সে জোটায় l