গুরুগম্ভীর দাদা বোন তার মেজাজি
পেছনে কুলিক নদী মেজাজটা সিরাজি l
চোখে নিয়ে চশমা নদীপারে হাওয়া খায়
পা-তলে নরম ঘাস কল্ কল্ জল যায় l
লাল টুকটুকে জামা জুতো পায়ে দাঁড়িয়ে
নীল গায়ে দাদা তার মাথা গেছে ছাড়িয়ে
এপাড়ে ওপাড়ে নদী সবুজে নিয়েছে সেজে
ঘাসবন গাছসারি আকাশটা ঘষে মেজে l


উল্টোরথের মেলা দেখে চলো পার্কে
রবিবার ছুটি দিন চলো যাবে আর কে ?
খাওয়া হবে গাওয়া হবে সাথে হবে খেলনা
বছরের প্রতিদিন বেলেছি তো বেলনা l
রথ টেনে মজা নিয়ে তারপর পার্কে
আজকে তো খুব মজা কাল ভয় স্যারকে l