ভাসে নীল নীলাকাশ
জলছবি জলে
আর ভাসে ডালপাতা
এক সমতলে ।  


মেঘাকাশ এক মাঠে
আলো ছায়া খেলা
অচল অতল তলে
কেটে যায় বেলা ।


প্রকৃতিকে ছেঁকে তোলে
এক তার মাঝে
ক্যানভাসে অপরূপা
সকাল কি সাঁঝে ।


রূপ দেখে কবি
ফুটে ওঠে ছবি ।