করে কি করে কি ?
সকলকে ধরে কি ?
এ তো দেখি ডেঞ্জার
মানববনের রেঞ্জার ।
তুলি রঙ এর কামাল
মানুষ ধরে বামাল ।
ডিটেল নাই কিছু বাদ
পুরো মানুষ আবাদ ।
কোথায় ছিলো এ গুণ আগে ?
কিছুদিন ধরেই তো জাগে ।
সামনে বসে ছবি দেখে
হুবহু যান মানুষ এঁকে ।
তা করা কি সহজ এতো ?
তবু করেন অবিরত ।
একটা করে মানুষ আসে ছবির ভাষায়
কতো মানুষ বসে থাকেন নিজের আশায় ।
সাবাস দাদা গুণটি তোমার এমন খুলুক
সীমা ছেড়ে অনেক দূরে এমনি চলুক ।