শ্যাওলার ছাতা পড়া স্যাঁতসেঁতে বাড়ি
রাস্তার দুই ধারে খাড়া সারি সারি l
রাস্তাও ভিজে পুরো জল জমে জমে
একটুও নেই মজা রাস্তায় নেমে l


কিন্তু আকাশে চাঁদ সোনালী বরণ
ছড়িয়ে আভাটি মন করেছে হরণ l
স্বচ্ছ সে নীলাকাশ সেই মোহময়
ভৌতিক পরিবেশ জাগিয়েছে ভয় l


ছবিতে যা ফুটে ওঠে আলো ছায়া খেলা
ক্যামেরার লেন্সেতে কারসাজি মেলা l
ক্যামেরার পেছনে সে মায়াবী চোখের
পরা ও অপরা মেশে কীর্তি শখের l


মিলনের সন্ধ্যাটা ক্যামেরায় ধরা
তুলনীয় প্যারিসের হোক না এ পাড়া l