বড়ো যখন ছোটোর ছোটো ছোটোর জন্য কলম ধরে
আপন জগৎ ছেড়ে এসে মেশে সরল শিশুর ভিড়ে l
চাঁদ তারাদের কল্পনাতে কথা বলায় নিজের মতো
তার লেখাতে ওঠে বসে বনের পশুপাখি যতো l
ফুলপাতারা হেসে ওঠে খিলখিলিয়ে শিশুর দলে
নদী পাহাড় সুর মিলিয়ে জলের ধারায় বয়ে চলে l
সাগরজলে ঢেউ খেলে যায় ঢেউ খেলে যায় লেখার পাতায়
ঢেউএর তালে শিশু দোলে দোলনচাঁপার কোমল শাখায় l
কান্না দুঃখ ভুলে শিশু ছড়া গানে মেতে ওঠে
বড়ো যখন ছোটোর ছোটো শিশুর দলে এসে জোটে l


শিশুর ভুবন সরল সোজা হিংসা তাদের জগৎছাড়া
ভূত ভবিষ্যৎ ছেড়ে কেবল আজকে দিনে বাঁচে তারা l
তাদের দেখা তাদের ভাবা আদিমকালের সরলতা
মিশে গিয়ে শিশুর সাথে দূর হয়ে যায় গরলতা l
সৃষ্টিকাজে ডুবে গিয়ে ছন্দ ছড়ার ফুলকি ছোটে
বড়ো যখন ছোটোর ছোটো শিশুর দলে এসে জোটে l