দূর দিগন্ত লক্ষ্য আমার
মাঝখানে তার নদী
নৌকা দুটো পাড়ে বাঁধা
সীমাহীন জলধি ।
অম্বর ভাসে নীলাকাশে
পাখিরা উড়ে যায়
সকলেরই লক্ষ্য আছে
আমি তো নিরুপায় ।
মেঘ ভেসে চলে নিজ জোরে
পাখি ওড়ে ডানায়
আমি তীরে একা বসে
বারি কানায় কানায় ।
নৌকা দুটো সামনে থেকে
যেন দেয় হাতছানি
কোন্ নৌকা যে সঠিক হবে
তা কি ভালো জানি ?
একটি নৌকায় উঠে গেলে
কোনো স্থানে যাবো
যা আছে সেই যাত্রাপথে
তাই তো শেষে পাবো ।
সেটাই নিয়ে খুশি হয়ে
কাটাবো এ জীবন
অখুশি যদিও বা হই
অনন্যোপায় সেই ক্ষণ ।
যারা যাবে অন্য নায়ে
অন্য কিছু পাবে
ভিন্ন পথে ভিন্ন পাওয়া
ভিন্ন ছাড়া যাবে ।
যোগীমন তাই তীরে বসে
ভাবে তার একমনে
কোন্ পথ হবে গন্তব্য তাঁর
ভাবে প্রতিজনে  ।