দাদুর ভীষণ মাথার ব্যথা সারবে কিসে ভাবেন
পান না ভেবে কুলকিনারা কার কাছে যে যাবেন l
হোমোপ্যাথি এলোপ্যাথি প্যাথির রকম কতো
কবিরাজি সেটাও আছে মানবসেবায় রত l
আছে মলম হরেক রকম হাট বাজারে মেলে
মাথায় ঘষে চোখটি বুজে একটু আরাম পেলে
ভাবেন বুঝি গেলো ব্যথা মাথার থেকে বাহির
কিন্তু একটু পরেই আবার সে ব্যথাটাই জাহির l


ওষুধ খেয়ে নিয়ম মেনে অনেক আয়োজনে
ব্যথা তবু হয় নি বিদায় হার মানে নি রণে l
কিসের ব্যথা কে জানে কি বোঝা ভীষণ ভার
গ্যাসের নাকি চোখের থেকে কি যে কারণ তার l
বাঙালিরা সুযোগ বুঝেই সাজেশানে পটু
এমন কতো পরামর্শ মিষ্টি এবং কটু
একটা করে আমল করেন যখন যেটা মেলে
ঘুরে ফিরে একই ব্যথা মাথায় তবু খেলে l
ওষুধ বদ্যি মলম ছেড়ে হাওয়া বদল করে
তবু ব্যথা দাদুর মাথা যায় নি কভু ছেড়ে l


অনেক দিনের পরিচয়ে ব্যথার সাথে মাথায়
একটু একটু করে দাদু জড়ান ভালোবাসায় l
যায় না ছেড়ে বুঝে নিলেন আকর্ষণের মানে
ব্যথা তিনি আপন করেন পরম স্নেহের টানে l
কতো আপন দিলো ব্যথা সারা জীবন ধরে
সেই তুলনায় এই ব্যথাটা অনেকটা ঝরঝরে l
রাখেন তাকে মাথায় করে ফেলেন নাকো পায়ে
ওষুধ খেয়ে মিছিমিছি দেন না আঘাত আয়ে l
470