ইচ্ছা আছে মনের ভিতর সব ছাড়িয়ে যাবার
ইচ্ছা আছে হারানোকে আবার ফিরে পাবার ।
হারিয়ে গেছে শৈশবটা সেই কবে শৈশবে
হারিয়ে গেছে গ্রামজীবন কংক্রিটের বৈভবে ।
মুছে গেছে সবুজ ভুবন চাপা লোকালয়ের
উন্নয়নের কালো ধোঁয়া প্রস্তুতি প্রলয়ের ।
ইচ্ছা করি এটা করবো না হয় করবো ওটা
এমন এমন কান্ড ঘটে বাতিল কল্পনাটা ।
লক্ষ্য কতো সরে গেছে হয়তো কোনো ভুলে
ইচ্ছা করি আসুক আবার নতুন কোনো কূলে ।
যখন দেখি আকস্মিকই ভেস্তে যাওয়া মিশন
কোন্ জাদুতে রূপ পেয়ে যায় সফল হয় এমবিশন
তখন ভাবি জগত জীবন এখনো তো ভালো
অনেক অনেক আঁধার তবু ভিতরে তার আলো ।