এক বোষ্টমী চলে গুন গুন গায়
অনুগামী সাথীদল পিছু পিছু যায়
পিছে পড়ে যায় কতো নগর শহর
পড়ে থাকে কতো শত প্রেমিক নাগর
জীবনের মানে খোঁজে সুর তাল দিয়ে
গুনগুন গেয়ে ওঠে বেঁচে থাকা নিয়ে
জীবনের কতো বাঁক কতো ঢাল তল
গুন গুন গেয়ে ওঠে বোষ্টমী দল l


খুঁজে নেয় বোষ্টমী অধর অতল
শব্দরা এসে জোটে করে কোলাহল
বনমাঝে রব ওঠে বনমালী সনে
অনুগামী ভক্তেরা গায় জনে জনে
গুন গুন গান শুনে ভ্রমরেরা আসে
বেজে ওঠে সব কিছু দেখা ক্যানভাসে l