শিরিষ গাছের কোলে শুয়ে পড়ে সকালের রোদ
মাঠ জুড়ে কৃষকের শুরু হয় রোজকার শ্রম
তেল চিটচিটে গায়ে ছুঁয়ে যায় প্রহরের ডাক
পূজা এসে ফিরে যায় বেজে ওঠে কতো শত ঢাক
পিপীলিকা ফড়িঙেরা ঘুরে ফেরে আঙিনার ধার
জীবনমাঝি নদীঘাটে করে পারাপার
ইঁদুরেরা মাটি কাটে ঝুরু ঝুরু ভরে ওঠে ভারা  
মাঠে মাঠে রোপা হয়ে ফসলেরা পেয়ে যায় হাট
কথা ছিলো একদিন পাবে তারা ফসলের দাম
কথা ছিলো একদিন শোধ হবে কৃষকের ঘাম ।


তবুও বাতাস জাগে আর থাকে দীর্ঘ দীর্ঘ শ্বাস
মানুষেরা কথা দেয় মানুষেরা ভাঙে বিশ্বাস ।