শব্দেরা কিলবিল করে অভিধানের পাতায়
তার অর্থ, ব্যুৎপত্তি ও বিবিধ ব্যবহার নিয়ে
অভিধান যতো বড়ো ততো তার জলরাশি
নদী সাগর ছাড়িয়ে প্রশান্ত মহাসাগরের ব্যাপ্তি
অনু নিয়ে খেলা সহজাত প্রবৃত্তি আদমের
খেলতে খেলতে ছোট অভিধান বড়ো অভিধানে
কাব্যের ঋণ থেকে যায় সূত্রের কাছে, আবার
তার দৈন্যতার দিনে কাব্য সৃজন করে শব্দমালা
শব্দেরা ভীষণ আগ্রাসী, স্বজাতিকে আক্রমণ করে
আপন রঙে রাঙিয়ে নেয় অন্য সকল পরিবারকে
এই পথে কেউ মরে, কেউ সমৃদ্ধ হয়, মরে গিয়েও
পরে ফের বেঁচে ওঠে কিছু প্রজাতি উদ্দীপনায়
ব্রহ্মনাদে শিহরিত উজ্জীবিত সৃষ্টির আঁচল
শব্দেরা কেঁদে ফেরে দরোজায় দরজায়
মেলে বারিধারা, রাশি রাশি উচ্চারণ সার্জিক্যাল
মহাকাব্যিক থেকে অনুপথে যাত্রা শব্দের