পৃথিবী এখন জ্বলন্ত অগ্নিকুণ্ড--!
মানবতা আজ নিদাঘের খরতাপে ভষ্মিভূত--!
ভীষ্মের মতো শরশয্যায় শায়িত সারা বিশ্ব--
দীর্ঘ সময় ধরে ব্যাট করে চলেছে করোনা,
তাকে আলিঙ্গন করে চলে গেছে আমফান,
বছর না ঘুরতেই যশ পাগলার দাপাদাপি,
ইতালিতে আগ্নেয়গিরির ধাবমান লাভাস্রোতে
অবসান ঘটেছে কিছু নিরীহ মানুষের জীবন যন্ত্রণা,
ফিলিস্তিন ইজরায়েলের শ্বাসরুদ্ধকর যুদ্ধের
সাময়িক বিরতি,
শুম্ভ-নিশুম্ভের মতো পথ আগলে দাঁড়িয়ে আছে
ধর্ম-বর্ণের বিভেদের জগদ্দল পাথর,
সাগর মথিত হলাহলে প্রকম্পিত নিখিল ভুবন,
নাবালক অভিমন্যু-কে যেভাবে
ঘিরে ধরেছিল সপ্তরথী, পৃথিবীর হাল তথৈবচ--
নর্দমার কীট সম লোভাশ্রীত
কিছু মানুষের কাছে আমরা সবাই বন্দি--


উঠুক প্রচণ্ড অগ্নিঝড়--
নিমেষে পুড়ে যাক ধর্ম-বর্ণের ভেদাভেদ,
দগ্ধ হোক জাত-পাত-বৈষম্যের প্রত্থিত শিকড়,
জ্বলে যাক লোভের আগুন,
গঙ্গা স্নান করে পবিত্র হয়ে উঠুক
আধিপত্যবাদী ধর্মব্যবসায়ী, ভণ্ড পুরোহিত-মোল্লা,
ঘাম দিয়ে ছেড়ে যাক পৃথিবীর জ্বর,
কেটে যাক দুর্ভেদ্য বৈকল্য--!
আঁধারের বুক চিরে জেগে ওঠা
সোনালি সূর্যের মতো


আবার হাসুক পৃথিবী--!


২৭/০৫/২০২১ ইং