যাকে আমি রোজ পেতে চাই
যার প্রত্যাশায় জীবন শুকাই
হর-হামেশা রৌদ্র পোহাই
আসবে কিনা তাও জানা নাই।
তবুও চাই নূপুর পায়ে
আসবে সবুজ-শ্যামল গাঁয়ে
চাঁদ বদনী হাসি হেসে
অযুত নিযুত ভালোবেসে খুব নিরালায়।


সে হেসে কয়--
আমি ছাড়া নেই কি কিছু?
কেন লাগো আমার পিছু?
আমি থাকি সবার মাঝে
সকাল কিবা দুপুর সাঁঝে
তোমরা কেন আমায় নিয়ে করো হায়! হায়!!


যার কিছু নেই তারই কাছে
যার বিত্ত নেই তারই পাছে
ঘুরি আমি দিবস-রাতি
নূপুর পায়ে ছন্দে মাতি
তোমরা আমায় খুঁজো কেন অট্টালিকায়?


তোমরা কেন খুঁজো আমায় বিত্ত মাঝে?
কেন খুঁজো অহংকারের ঊর্ধ্ব ভাঁজে?


আমি থাকি--
চাল-চুলোহীন চাঁদ ঝলসানো লোকের বাড়ি,
যার কাছে নেই সোনা-দানা দামি গাড়ি।
দিনান্তে যে এক বেলা খায় তৃপ্তি চুমে,
দুশ্চিন্তাহীন রাত কাটে যার গভীর ঘুমে।


আমি থাকি তারই কাছে--
আত্মতৃপ্তির ঢেকুর তুলে
যে সদা রয় আমায় ভুলে
অবলীলায় ভালোবাসে
সব কিছুতেই মিষ্টি হাসে।


আমায় পেতে একটু নামো
ঊর্ধ্বাকাশে ছোটা থামো।
তাকাও খানিক মাটির পানে
মাতো না হয় ছন্দ গানে।
তবেই আমায় পাবে তুমি
যাবো তোমার চরণ চুমি।
খুঁজলে আমায় পাবে না গো
আমায় কেন ভিক্ষা মাগো?
আমি যে ভাই অধরা সুখ,
খুঁজলে পাবে অনন্ত দুখ!


০৪/০৬/২০২২ ইং