আমার বুদ্ধি সর্বশ্রেষ্ঠ
ভাবে কালু সারাক্ষণ,
পরের ক্ষতি করার জন্য
ঘুরায় মাথা লাটিম ভন।


নিজের খাদ্য মজুদ রেখে
সানুর খাদ্যে করে ভোজ,
হঠাৎ দেখে নিজের মজুদ
খাবারের নেই কোন খোঁজ।


কারণ খুঁজতে গিয়ে দেখে
সর্বনাশের সর্বশেষ,
গিন্নির সাথে সানুর পিরিত
উঠছে জমে দারুণ বেশ।


কালুর ভাড়ার শূন্য করে
মজুদ যাচ্ছে সানুর ঘর,
দুষ্টু বুদ্ধি, কৃপণতায়
করছে গিন্নি ওকে পর।


শূন্য ঘরে শূন্য ভাড়ার
করছে কালু হট্টগোল,
পাড়ার লোকে ঢালছে এসে
কালুর মাথায় ঠাণ্ডা ঘোল।


এখন কালু নৃত্য করে
নিত্য দেখি হাটখোলায়,
ওরা পিরিত করছে সুখে
বসে কালুর কাঠ গোলায়।


২৯/০৮/২০২১ ইং