ভালোবাসার মোহের টানে
রোজ ছুটে যাই তোমার পানে
ফিরে আসি মনের মধ্যে হাজার দুঃখ নিয়ে।
তুমি তো চাও বিত্ত-ব্যসন
ভালোবাসার নেই তো আসন
রোজ ছলনায় সুকৌশলে যাচ্ছ ব্যথা দিয়ে।


এমনি যদি কাঁদাবে রোজ
তবে কেন করো হে খোঁজ?
কেন তোমার পরশ মেগে মন করে আনচান?
সূর্য জ্বলা নবীন ভোরে
সরষে ফুলের হলুদ ঘোরে
কেন তোমার রূপের ঝলক জাগায় মনে তান?


হে রূপসী, ভালোবাসী
তোমার জন্য মন উদাসী
হৃদয় পটে তোমার ছবি সবুজ মনে আঁকি।
মিষ্টি ঠোঁটের দুষ্টু হাসি
আমার হৃদে বাজায় বাঁশি
কেন আমায় এমনি করে রোজ দিয়ে যাও ফাঁকি।


সরসিজের পরশ পেতে
অলির মতো আসি মেতে
গোলাপ কাঁটা হয়ে কেন রুখো আমার পথ?
অথচ এই বুকের মধ্যে
তোমার ছবি সাজাই পদ্যে
নিত্য এ মন সাজে হতে তোমার অধিরথ।


২৪/০১/২০২২ ইং