ধূসর ধরণী চাই রাঙাতে সদাই
ভালোবাসা সুধারসে। কোথা হতে তাই
বারেবারে আসে বাধা আচানক দেখি,
মনের গহীনে থাকা কত কথা লেখি,
ধূসর পান্ডুলিপির পাতা যায় ভরে।
বেদনার কথা সব যায় ঝরে ঝরে,
বসন্তে শুকনো পাতা ঝরছে যেমন।
খুশিতে রাঙাতে চাই শিশুদের মন।


অলিখিত স্বপ্ন সব উঠুক জাগিয়া,
উন্মাদনা হোক সৃষ্টি হৃদয় বাহিয়া।
পৌঁছে যাক সকলের মর্মে মর্মে সুর,
আগামীর স্বপ্ন গড়ি পারি যত দূর।
কলুষমুক্ত ধরণী রেখে যেতে চাই,
আপনি আমি কিছুই পাই বা না পাই।


২০/১২/২০২০ ইং