স্নেহের সুমনা,
বাস্তবতা বড়ো নিষ্ঠুর কঠিন
যাকে খুব ভালোবাসি সময়ের দাড়িপাল্লায় তাকেও একদিন ছেড়ে দিতে হয় সময়ের হাতে
তোমার দিদির প্রতি তোমার যে ভালোবাসা
তার বেঁচে থাকার পেছনে তোমার যে অবদান তা অনস্বীকার্য
তোমার নিকটে চিরঋণী, দিদিভাই
তার বিচ্ছেদে তোমার হৃদয়ে যে ব্যথার ঢেউ
তা হার মানায় সাগরের ঊর্মিমালাকে
তোমার মনের গহীনে জমে থাকা অব্যক্ত ব্যথার বরফ গলে গলে তৈরি করেছে কান্নার নদী
হতে চাই তোমার কষ্ট এবং যন্ত্রণার অংশীদার


দিদিভাই--
পৃথিবীতে সবাই এসেছি একা
আবার যেতেও হবে একা একা
মাঝখানের সময়টুকুতে যতো না সুখ
যতো না আনন্দ
তার চেয়ে অনেক অনেক বেশি কষ্ট আর যন্ত্রণার অগম্য পাহাড়
ক্ষুদ্র জীবনের দীর্ঘ পথে অনেক উত্থান-পতন
অনেক আঘাত-প্রতিঘাত নিয়ে চলতে হয় মানুষকে
যে বয়ো-বৃদ্ধ পিতার কেউ নেই
অথবা অশীতিপর মাতার দেখার কেউ নেই
তাদেরও বেঁচে থাকার জন্য করতে হয় লড়াই
এই তো জীবন
সুখ-দুঃখ-হাসি-কান্না-আনন্দ-বেদনা নিয়েই জীবনের চিত্রনাট্য
যা নিয়ন্ত্রণের অদৃশ্য সুতা অন্য কারো হাতে
তাঁর ইচ্ছে ছাড়া মানুষের আস্ফালন শূন্যগর্ভ
অতএব তোমার দিদির বিচ্ছেদ মেনে নিয়ে এগিয়ে যাও আগামীর দিকে
তোমার মঙ্গল হবেই
তোমার জন্য আমার দরজা উন্মুক্ত আকাশের মতই খোলা
ভালো থেকো নিজের চেষ্টায়


ইতি-
দাদাভাই


০৭/০৯/২০২২ ইং


রেদওয়ান রহমান সুমনা যার কাছে আমার অনেক ঋণ। সে আমার বোনের জায়গা দখল করেছে। সে মাতৃহীনা! বাবা থাকলেও না থাকার মতো! আমার মিসেসকে সে ভীষণ ভালোবাসে! তার কাছে সে পেয়েছে একাধারে মা এবং বড়ো বোনের মমতা! কর্মসূত্রে দুজন দীর্ঘ দিন একসাথে থেকেছে। আমার মিসেস ওখান থেকে চলে আসবে। এতে ওর ভীষণ ভীষণ মন খারাপ। মন খারাপ আমার মিসেসেরও। এই লেখাটা আমার বোন "সুমনাকে" উৎসর্গ করলাম।