ফাগুনে আজ লেগেছে আগুন পলাশ-শিমুল বনে,
বউ কথা কও, কোকিলের গান,
হৃদয়ে ছোটায় খুশির তুফান,
ঝরাপাতার মর্মর ধ্বনি বাজিছে হৃদয় কোণে।
হিমেল পবন নিয়েছে বিদায়,
মৃদুমন্দ দখিনা মলয় বহিছে আপন মনে।
সিঁদুর রাঙা পলাশ, শিমুল হৃদয়ে দিচ্ছে দোলা,
প্রেম পিয়াসী কপোত-কপোতী হয়ে আত্মভোলা,
সোনালি রোদ্দুর গায়ে মেখে হাসিছে মধুর হাসি।
শুনি যেন হৃদয়ে আমার বৃন্দাবনের বাঁশি।


তৃষিত আমার এতিম হৃদয় তোমার পথ চেয়ে,
বসে আছি পলাশ বনে বইছে দখিনা বায়,
শাড়ির আঁচল উড়িয়ে তোমার আসার প্রতীক্ষায়।
শুকনো পল্লব চরণে দলে,
হৃদয় মন্দিরে হিল্লোল তুলে আসবে তুমি,
সেই আশাতে পলাশ বনে রয়েছি প্রতীক্ষায়।
আসবে তুমি আলতা পায়ে,
ভোরের আলো মাখিয়ে গায়ে,
সূর্যের মতো রাঙা টিপ পরে তোমার ভালে,
দেখবো তোমায় বিভোর হয়ে শিমুল-পলাশ লালে।
ফাগুনের এমন আগুন দিনে উঠেছে হৃদয়ে ঝড়,
তুমি চাইলে বাঁধতে পারি শৈলচূড়ায় ঘর।
তোমার প্রেমের প্রস্রবণে ভাসবো আমি সুখে,
ফাগুন রাঙা আগুন ঠোঁটের সোহাগ মেখে মুখে।


২৩/০২/২০২১ ইং