আকাশে চাঁদ দেখে ভোরে চিত্ত হলো উচাটন,
জোছনা মাখা হয় না গায়ে সে তো হলো অনেক দিন।
শ্রাবণ মেঘের অঝোর কান্নায় ভিজতে চায় যে এতিম মন,
আকাশে চাঁদ দেখে ভোরে চিত্ত হলো উচাটন।
চৈত্র মাসের নিদাঘ রোদে ঘুরতো মাথা লাটিম ভন,
সাবেক দিনে ফিরে যেতে এ মন করে আশা ক্ষীণ।
আকাশে চাঁদ দেখে ভোরে চিত্ত হলো উচাটন,
জোছনা মাখা হয় না গায়ে সে তো হলো অনেক দিন।


০৮/০৮/২০২১ ইং