আপন-মনে চলছি একা সবুজ-শ্যামল গাঁয়,
উদম গায়ে খেলছে শিশু নগ্ন মলিন পায়।
ধুল উড়িয়ে চলছে রাখাল গো-মহিষের পিছে,
এলো চুলে পল্লী বালা খেলছে পুতুল মিছে।


আম্রমুকুল ছড়ায় সুবাস মলয় বয়ে যায়,
কৃষ্ণচূড়ার ডালে বসে কোকিলে গান গায়।
অলস পায়ে হাঁটছি আমি পথের দিকে দৃষ্টি,
হঠাৎ আমার কানে আসে হাসির ঝরনা বৃষ্টি।


খানিক দূরে বটের শাখায় শাখামৃগ দোলে,
হাসছে দেখে পল্লী বালা ছাগের শিশু কোলে।
অবিন্যস্ত কুন্তল রাশি আলতা পরা চরণ,
টানা টানা আঁখিপল্লব করলো হৃদয় হরণ।


আলতা পরা শ্যামলা মেয়ে ডাগর আঁখি মেলে।
আমায় দেখে ছুটে গেল বুকে আগুন জ্বেলে।
হরিণ চোখের ক্ষণিক দৃষ্টি ভোলা ভীষণ দায়,
মাঝে মাঝে যাই ছুটে ওই ছোট্ট সবুজ গাঁয়।


এমনি করেই দিন কেটে যায় কাটে বছর মাস,
ছোট্ট গাঁয়ের শ্যামলা মেয়ে দেখার বড়ো আশ।
বটের ছায়ায় বসে থাকি উসকো-খুসকো চুল,
হঠাৎ আবার দেখি তারে, চিনতে হয় না ভুল।


রক্তরাঙা ভোরের রবি তার কপালে হাসে,
দারুণ ব্যথায় কপোল আমার আঁখি জলে ভাসে।


০৪/০৩/২০২১ ইং