চারিদিকে শুধু দেখি হাহাকার রব,
থেমে গেছে জীবনের মধু কলরব।
বাতাসে লাশের গন্ধ স্বজনের কান্না,
সুযোগ-সন্ধানী খোঁজে হিরা-চুনি-পান্না।


অ-নাব্য নদীর মতো মানবতা আজ,
বালুচরে বাধা পড়া তটিনীর সাজ।
গৃধ্রীর উল্লাসে ছোটে আজো কিছু লোক,
কারো দুঃখ বেদনায় পায় না তো শোক।


অপরের দুঃখে কেউ হয় না কাতর,
ঘরে বসে গায়ে মাখে সুগন্ধি আতর।
যদি চলে যায় ওরে আত্মীয়-স্বজন!
সুখে নিদ্রা যাবি তোরা আছিস ক'জন?


যদি নিভে যায় ওই আলোর অরুণ,
আঁধারে কে দেবে আলো বলো হে তরুণ?
সূর্যসম তোমাদের তেজোদীপ্ত মন,
আঁধারে জ্বালাতে আলো শুরু করো রণ।


জোনাকির আলো দিয়ে চলে না সমাজ,
তেলাপোকা দিয়ে জেনো হয় না তো কাজ।
তোমরা তরুণেরা পারো জ্বালাতে আগুন,
আত্মাহুতি দিয়ে পারো ফোটাতে ফাগুন।


ভুলে গিয়ে ধর্ম-বর্ণ, জাত-উপজাত,
এই দুঃসময়ে ধরো পরস্পরে হাত।
হে তরুণ! তোমাদের আলো করে দান,
গড়ে তোল এ ধরণী আবার মহান।


১১/০৫/২০২১ ইং